আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুন: লাদাখ সীমান্তে শহিদ হওয়া ভারতীয় বীর জওয়ানদের আত্মার শান্তি কামনা করে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদ এবং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। মোমবাতি মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে গান্ধিমূর্তি পর্যন্ত গিয়ে মূর্তির পাদদেশে এক মিনিট নীরবতা পালন করে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল, সহ সভাপতি সুহাশিষ পণ্ডা, মেদিনীপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি মীর আরিফ, ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সায়ণ মজুমদার
সহ সভাপতি অনুপম ভট্টাচার্য ও সুদীপ দাস। ছিলেন শিক্ষক নেতা আশিস মাজি।