দ্বিতীয় হুগলি সেতুতে হঠাৎ দাউদাউ করে জ্বলে গেল গাড়ি

আমাদের ভারত, হাওড়া, ৫ মার্চ: দ্বিতীয় হুগলি সেতুর ওপরে হঠাৎ ভস্মীভূত হয়ে গেল একটি ম্যাজিক ভ্যান। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

জানাগেছে ম্যাজিক ভ্যানটি কলকাতা থেকে হাওড়ার দিকে আসছিল। টোলপ্লাজার কাছে পৌছতেই হঠাৎই আগুন ধরে যায় ম্যাজিক ভ্যানে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। কিছুক্ষণের মধ্যেই দাউদাউদাউ করে জ্বলতে থাকে।ভস্মীভূত হয়ে যায় পুরো গাড়ি। ম্যাজিক ভ্যানের মধ্যে রাখা ছিল ইলেকট্রনিক্স সামগ্রী। সবই পুড়ে গেছে। ঘটনাস্থলে পৌছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাওড়ার দিকে যাওয়ার রাস্তা দীর্ঘ যানজট হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here