
নীল বনিক,আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ:
পুরভোটের আগে শহরের কার পার্কিং ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানালেন মেয়র ফিরাদ হাকিম। আজ শনিবার জানান, উড়ালপুলগুলির নিচে অত্যাধুনিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনা শুরু হয়েছে।
আজ গড়িয়াহাটে উড়ালপুলের নিচে এরকমই একটি
অত্যাধুনিক কার পার্কিয়ের উদ্বোধন করেন মেয়র। তিনি বলেন, এবার থেকে আর গড়িয়াহাটে গাড়ি পার্কিং করতে আর কোনও অসুবিধে হবে না। শহরের গড়িয়াহাট মার্কেটে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসে। তাদের এবার গাড়ি পার্কিং করতে সুবিধে হবে বলে জানান মেয়র ফিরাদ হাকিম।
তিনি বলেন, কলকাতায় অনেক উড়ালপুলের নিচে জায়গা ফাঁকা পড়ে রয়েছে। সেখানে অত্যাধুনিক পার্কিংয়ের চিন্তাভাবনা করা হচ্ছে।