অশোকনগরে ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও সোনার চেন ছিনতাই

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ ডিসেম্বর: এক হার্ডওয়ার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও সোনার চেন ছিনতাই করে পালালো তিন দুষ্কৃতী। মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার অশোকনগরের এজি কলোনি এলাকায়।

জানা গিয়েছে, অশোকনগর স্টেশনের কাছেই নিজের হার্ডওয়ার্সের দোকান তপন বিশ্বাসের। দোকান থেকে রাত সাড়ে নটা নাগাদ বেরিয়ে এজি কলোনির বাড়িতে ফিরছিলেন তপনবাবু। রাত আনুমানিক ৯.৪০টা নাগাদ একটি বাইকে মুখ ঢাকা তিন দুষ্কৃতী বাড়িতে ঢোকার মুখেই ব্যবসায়ী তপন বিশ্বাসকে ঘিরে ধরে। দুই দুষ্কৃতী তাঁর মাথায় দুটি বন্দুক ধরে তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও গলার দেড় লক্ষাধিক টাকা মূল্যের সোনার চেন ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। দুষ্কৃতিরা কিছুদূর গিয়ে মোবাইলটি ফেলে যায়। পুলিশ সেটিকে উদ্ধার করে ব্যবসায়ীর হাতে তুলে দেয়। তবে তিন দুষ্কৃতী বা ছিনতাই হওয়া নগদ টাকা ও গয়নার কোনও হদিশ পায়নি অশোকনগর থানার পুলিশ।

তপনবাবু রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্টেশন লাগোয়া এজি কলোনি এলাকায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here