আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: দ্বাদশ শ্রেণীতে পাওয়ার নম্বরের ভিত্তিতে নয় এবার থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়, জে এন ইউ বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে একটি সাধারন প্রবেশিকা পরীক্ষা বা কমন অ্যাপটিটিউড টেস্টের কথা ভাবছে সরকার। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই এই পরীক্ষা চালু করতে চাইছে সরকার বলে খবর।
কেন্দ্রীয় উচ্চ শিক্ষা সচিব অমিত খারে জানিয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই এই প্রবেশিকা পরীক্ষা চালু হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য বছরে দুবার এই পরীক্ষা নেওয়া হবে। কিন্তু ২০২১-২২ শিক্ষা বর্ষের জন্য আপাতত একবারই এই পরীক্ষার কথা ভাবা হয়েছে।
এই পরীক্ষার দায়িত্বে থাকবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কম্পিউটারেই এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় কমন অ্যাপটিটিউড এর পাশাপাশি থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন। সেক্ষেত্রে পছন্দমত বিষয় বেছে নিতে পারবে পরীক্ষার্থীরা। তবে সাধারণ জ্ঞান বা কমন অ্যাটিটিউড অংশটি সকলের জন্য বাধ্যতামূলক।
সরকারের দাবি এই পরীক্ষা ব্যবস্থায় পড়ুয়াদের লাভ হবে। একদিকে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা আলাদা করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। ফলে হয়রান হবে না ছাত্রছাত্রীরা। ঠিক তেমনি দ্বাদশের পরীক্ষায় ভালো ফল করতে না পারলেও স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পাবে তারা। এতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে অতিরিক্ত চাপ সৃষ্টির প্রবণতাও বেশ খানিকটা কমবে।