জুনিয়র মৃধা হত্যা মামলায় আরও ৩ দিনের সিবিআই হেফাজত বান্ধবী প্রিয়াঙ্কার

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ জানুয়ারি: বেলঘরিয়ায় জুনিয়র মৃধা হত্যা মামলায় নিহত জুনিয়রের বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে মঙ্গলবার সিবিআইয়ের পক্ষ থেকে ফের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত এদিন অভিযুক্ত প্রিয়াঙ্কাকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

সিবিআই পক্ষের আইনজীবীরা প্রিয়াঙ্কাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ৭ দিনের সিবিআই হেফাজতের আবেদন জানান ব্যারাকপুর মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারকের কাছে। আদালত ঘটনার গুরুত্ব বুঝে এই হত্যা মামলায় জুনিয়রের বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। এদিন আদালত চত্বরে প্রিয়াঙ্কা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।

আইনজীবীরা বলেন, “সিবিআই আদালতের বিচারকের কাছে অনুরোধ করে অভিযুক্ত প্রিয়াঙ্কাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তারপর বিচারক মোহনবাগান কর্তার পুত্রবধূ প্রিয়াঙ্কাকে ৩ দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here