ঘাটাল পৌরসভা ও আড়গোড়া বিবেকানন্দ সেবায়ন-এর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জানুয়ারি: ঘাটাল পৌরসভা ও আড়গোড়া বিবেকানন্দ সেবায়নের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালিত হল। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ধরে অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের মূল মঞ্চে ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ, ঘাটাল যশোদা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরীশংকর বাগ, তিন নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তুহিন বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিধায়ক শঙ্কর দলুই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার কথা বলেন। পুরসভার প্রশাসক বিভাস ঘোষ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি সম্বন্ধ্যে বলেন।

সেবায়নের সভাপতি তথা ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী দয়াময় চক্রবর্তী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শের ভাবধারা যুব সমাজের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই। যুবসমাজের শরীর এবং মন গঠনের জন্য একটি জিম অর্থাৎ শরীরচর্চার প্রতিষ্ঠান চলছে সাফল্যের সাথে।

সেবায়নের সম্পাদক এবং এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর উদয়শংকর সিংহ রায় বলেন, এবছর করোনা বিধি মেনে আমরা শোভাযাত্রার আয়োজন করেছি। কিন্তু তা সত্বেও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান উল্লেখযোগ্য। আমরা যুবসমাজ সহ সমাজের সর্বস্তরে স্বামীজীর মতাদর্শকে সামনে রেখে অনুপ্রাণিত করতে চাই।

সারাদিনব্যাপী অনুষ্ঠানে রক্তদান শিবিরে ৭৪ জন রক্ত দান করেন। ২০০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। শতাধিক স্কুল ছাত্র ছাত্রীকে স্কুল ব্যাগ দেওয়া হয়। ১১০ জনকে বিবেকানন্দ স্মারক প্রদান করা হয়। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও দেহ সৌষ্ঠব প্রদর্শনী হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here