শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের ৫১১তম তমলুকে প্রথম পদার্পণ দিবস উদযাপন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ ফেব্রুয়ারি :
শ্রী শ্রী চৈতন্যেদেবের ৫১১ তম প্রথম তমলুকে আগমন দিবস উপলক্ষে আজ বিশেষ উৎসব-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তমলুকের হরিরবাজারে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে। এই উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শুভেন্দু অধিকারী নিজে মৃদঙ্গ বাজিয়ে এবং পতাকা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রায় ৫০০ খোলবাদক সহ বিভিন্ন ব্যান্ড ও নৃত্যের দল এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। এই শোভাযাত্রা তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়াও নাম সংকীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে সারাদিন ধরে চলে। এই উপলক্ষে প্রায় ১৫ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন।

শোভাযাত্রা শুরুর আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এশিয়ার সর্ববৃহৎ শ্রীচৈতন্যদেবের ব্রোঞ্জের মূর্তি স্থাপিত হবে তমলুকের মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here