রেলের আরপিএফের উদ্যোগে তমলুক সহ জেলার স্টেশনগুলিতে বিশ্ব যোগ দিবস উদযাপন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জুন: সারা রাজ্যের পাশাপাশি তমলুক রেল স্টেশনে তমলুক আরপিএফের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হল। ২১ জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে। ২০২২ সালে ২১ জুন তারিখ ৮ তম যোগ দিবস হিসাবে পালন করা হল।

ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রে যোগব্যায়ামের উল্লেখ আছে। যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই যোগ ব্যায়ামের উপকারিতা তাকে মাথায় রেখে ইউনাইটেড ন্যাশনাল অ্যাসেম্বলি ২০১৫ সাল থেকে ২১ জুন তারিখে বিশ্ব যোগ দিবস বা আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করার ডাক দেয়। সেই থেকে সারা বিশ্বজুড়ে ২১ জুন তারিখ টি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক রেলস্টেশনে আরপিএফ পোস্টের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো এদিন সকালে। তমলুক স্টেশন এ কর্মরত রেলপুলিশের আধিকারিকেরা আন্তর্জাতিক যোগ দিবসের দিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুর জেলার শুধু তমলুক রেল স্টেশন নয়, এর পাশাপাশি মহিষাদল, হলদিয়া, কাঁথি ও দিঘা রেল স্টেশনে যোগ দিবস উদযাপিত হয় রেল পুলিশ আধিকারিকের উদ্যোগে।

তমলুক রেল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিজেন্দ্র কুমার জানান, “২১ জুন তারিখটি বিশ্ব যোগ দিবস। সেই মতো তারাও আজকের দিনটি যোগ ব্যায়ামের মাধ্যমেই পালন করলেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *