
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ জুন: সুপার সাইক্লোন আমফানে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার সকাল ১০টার সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় হেলিকপ্টারে আসেন ৩ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি অনুজ শর্মা, এফ সি পি এর ডায়রেক্টর এস সি মিনা ও জল শক্তি দপ্তরের সুপারেনটেনডেন্ট সিদ্ধার্থ মিত্র। এদিন তাঁরা প্রথমে পাথরপ্রতিমা মহাবিদ্যালয়ে প্রশাসনিক বৈঠক করেন। প্রশাসনিক বৈঠকে জেলাশাসক পি উল্গানাথন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে জেলার ক্ষয়ক্ষতির বিষয়ে খতিয়ান তুলে ধরেন। পরে তাঁরা গাড়িতে করে গিয়ে উত্তর গোপালনগরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। তারপর নদীপথে পাথরপ্রতিমা ব্লকের অন্যান্য এলাকাও পরিদর্শন করেন।
কেন্দ্রীয় প্রতিনিধি দল উত্তর গোপালনগর থেকে ফিরে লঞ্চে করে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান। লঞ্চে করে যাওয়ার সময়, তাঁরা ক্ষতিগ্রস্ত নদীবাঁধ গুলিও পরিদর্শন করেন। এরপরই কেন্দ্রীয় প্রতিনিধিরা জি-প্লটের দিকে লঞ্চে করে রওনা দেন। তবে জি-প্লটে যাওয়ার সময় বকচড়া নদী উত্তাল থাকার কারণে, তাঁরা লঞ্চ ঘুরিয়ে পাথর প্রতিমার খেয়াঘাটে ফিরে আসেন। পরে গাড়িতে করে তাঁরা পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের আশেপাশের ক্ষতিগ্রস্ত গ্রামগুলি ঘুরে দেখেন এবং বিকেল ৩টে নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা হেলিকপ্টারে করে ফিরে যান। তবে এদিন কোন বিষয়েই মুখ খোলেননি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
যদিও এ বিষয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা জানান, “ঘূর্ণিঝড়ে এলাকার কি ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ক্ষতিয়ে দেখতেই এই কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিলেন। তারা বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন। এ বিষয়ে কেন্দ্রে রিপোর্ট পেশ করবেন তারা”। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জেলাশাসক পি উল্গানাথন, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা, কাকদ্বীপের মহকুমা শাসক সৌভিক চ্যাটার্জি সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।