প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে রাজ্যের ভূমিকায় খুশি কেন্দ্র

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ২৮ জানুয়ারি: বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল ‘নোভাল করোনা ভাইরাস’ আক্রান্ত সন্দেহে ভর্তি স্নো হুয়াইন নামে আঠাশ বছরের এক চিনা তরুণীকে। এই ব্যাপারে বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার অনিমা হালদার জানান, ওই তরুণীর দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রবিবার থেকে ওই তরুণী বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিনই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা বেলেঘাটা আইডি হাসপাতাল পরিদর্শন করেন। ওই প্রতিনিধিদলের সদস্য রমারঞ্জন পতি জানান, ‘নোভাল করোনা ভাইরাস’ রুখতে রাজ্য স্বাস্থ্য দফতরের ব্যবস্থাপনায় তাঁরা খুশি। এই পরিস্থিতিতে এদিন রাজ্যে জলপথে নোভাল করোনা ভাইরাস আক্রান্তের প্রবেশ রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য কলকাতা এবং হলদিয়া বন্দরে বসেছে বিশেষ স্ক্যানার।

করোনা ভাইরাস রুখতে আগেই নানা ব্যবস্থা নিয়েছে রাজ্য। বেলেঘাটা আইডি হাসপাতালে তৈরি হয়েছে দু’টি আইসোলেশন ওয়ার্ড। এর সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কিছু বেড বরাদ্দ করা হয়েছে ‘নোভাল করোনা ভাইরাস’ আক্রান্তদের চিকিৎসার জন্য। পাশাপাশি, শিলিগুড়ির পানিট্যাংকি এলাকায় ক্যাম্প করেও নজরদারি চলছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here