নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ জুলাই: মার খেলে দিতে শিখুন। দিল্লিতে রাজ্য বিজেপির নেতৃত্বকে নিয়ে বৈঠকে এইকথা জানান দিল্লির কেন্দ্রীয় নেতারা। তাঁরা রাজ্য নেতাদের পরিস্কার বলেন, আপনারা লড়াই করুন। আর লড়াই করতে গেলে আঘাত আসবে। সেই আঘাত কেন্দ্রীয় নেতৃত্ব বুঝো নেবে বলে বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
তবে সংগঠনের হাল নিয়ে বৈঠকে উস্মাপ্রকাশ করে দিল্লি। তাঁরা জানিয়েছেন উত্তরবঙ্গের তৈরি হওয়া জমিতে কিছুটা ফাটল ধরেছে। অবিলম্বে তা মেরামত করতে হবে। তারজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
এরপরেই দলে গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। অবিলম্বে গোষ্ঠীকোন্দল বন্ধ করতে হবে। না হলে কেন্দ্র কড়া ব্যাবস্থা নেবে। নতুন রাজ্য কমিটিকে পুরোনারা অনেকেই সাহায্য করছেন না। বৈঠকে এমন অভিযোগে মুখর হন কেন্দ্রীয় নেতারা। প্রায় নাম ধরে ধরে তা বলে দেওয়া হয়। এইরকম মনোভাব থাকা উচিত নয় বলে রাজ্য নেতৃত্বকে বার্তা দিলেন বৈঠকে হাজির হওয়া কেন্দ্রীয় নেতারা।
উল্লেখযোগ্য ভাবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে বৃহস্পতিবারের বেঠকে ছিলেন না দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়। মিশন ২০২১ এর বৈঠকে রাজ্য নেতাদের কড়া বার্তাই দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। তারসঙ্গে তৃণমূলের সঙ্গে সমানে সমানে টেক্কা দেবার কথা বলেছে দিল্লি।