করোনার সংক্রমন আটকাতে বাতিল হলো গ্রামীন নাম যজ্ঞের অনুষ্ঠান

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ মার্চ: করোনার জন্য প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষমুহুর্তে বন্ধ হয়ে গেল কোলাঘাটের পয়াগ গ্রামের উৎসব ও মেলা। কোলাঘাট থানার পয়াগ গ্রামে গ্রামীন অষ্টম প্রহর নামযজ্ঞের আয়োজন হওয়ার কথা ছিল। যথারীতি প্যান্ডেল তৈরী হয়েও গিয়েছিল। কিন্তু বাধসাধলো করোনা ভাইরাস।

গতদুদিন আগেই ব্লক প্রশাসন থেকে বলা হয়েছিল মানুষের জমায়েত হবে এমন অনুষ্ঠানের অনুমোদন এই মুহুর্তে দেওয়া হবে না। গ্রামের মানুষের স্বার্থেই এই উদ্যোগ ব্লক প্রশাসনের। তাই শেষমেষ প্যান্ডেল ও অন্যান্য সব ব্যবস্থা করা হয়ে গেলেও বাতিল করতে হল গ্রামীন এই অনুষ্ঠান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here