অরুনাচলে প্রদেশে সীমান্তের ৪.৫ কিমি ভিতরে আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে চিন, দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: অতি মহামারী সঙ্গে যখন লড়াই করছে ভারত ঠিক সেই সুযোগে গোপনে অরুণাচল প্রদেশের একেবারে ভিতরে একটা গোটা গ্রাম বানিয়ে ফেলেছে চিন। উপগ্রহ চিত্রে সে গ্রাম দেখা গেছে। গ্রামটির অবস্থান সীমান্তের সাড়ে চার কিলোমিটার ভেতরে। উপ্পর সুবন্সিরি জেলায় সারি ছু নামে এক নদীর তীরে এই গ্রামটি গড়ে উঠেছে।

এই গ্রামে ১১০ কুঁড়েঘর রয়েছে সেখানে। ২০১৯-এর ২৬ আগস্ট তোলা যে উপগ্রহ চিত্র রয়েছে তাতে থেকে ওই অঞ্চলে কোন বাড়ি দেখা যায়নি। কিন্তু গত বছর নভেম্বরে তোলা উপগ্রহের ছবিতে ১০০ টির বেশী বাড়ি দেখা যাচ্ছে। আর তা থেকেই স্পষ্ট গত বছরই গ্রামটি গড়ে তোলা হয়েছে।

বিদেশমন্ত্রক বলেছে গতকয়েক বছর ধরেই সীমান্তে বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছে চিন। নভেম্বরে অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও লোকসভায় জানিয়েছিলেন উপার সুবন্সিরি জেলায় যখন তখন চিনারা ঢুকে পড়ছে। সোমবার তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিনারা অরুণাচলে ঢুকে ২ লেনের রাস্তা পর্যন্ত বানিয়ে ফেলেছে। এখনো তারা পরিকাঠামো বানিয়ে চলেছে।

ভারত- চিন সীমান্ত লাদাখে গত বছর দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আর এর মধ্যে অরুণাচল সীমান্তেও নিঃশব্দে এলাকা দখলের চেষ্টা করছে চিন। গালওয়ানে ১৫জুন আচমকাই হামলা চালায় চিন। এই হামলায় ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়। তবে পাল্টা জবাবে চিনেরও ৩৫ জন জাওয়ান খতম হয়েছে বলে খবর। যদিও চিনের তরফে এই সংখ্যা প্রকাশ করা হয়নি। আর তারপর থেকে দুই দেশের সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পরপর একাধিক উচ্চপর্যায়ের ও কূটনৈতিক স্তরে বৈঠক হলেও এখনো সমাধান সূত্র বের হয়নি। আবার তা মধ্যেই অরুণাচলের একেবারে ভেতরে চিনের এইভাবে গ্রাম তৈরি করার খবর সামনে উঠে এলো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here