লাদাখে নিজেদের অবস্থান থেকে ২ কিমি পিছু হটলো চিনা সেনা

আমাদের ভারত, ৪ জুন: লাদাখ সীমান্তে চিন-ভা‌রতের বিবাদ নিয়ে শনিবার দু’দেশের উচ্চপর্যায়ের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা। তার আগে লাদাখের গালওয়ান উপত্যকায় নিজেদের অবস্থান থেকে কিছুটা সড়েছে চিনের সেনা।

প্রতিরক্ষা মকন্ত্র সূত্রে খবর উত্তেজনা কমাতে বুধবার নিজেদের অবস্থান থেকে দু’কিলোমিটার পিছু হটেছে চিনের লালফৌজ। একইভাবে সৌজন্যে দেখিয়ে এক কিলোমিটার পিছিয়েছে ভারতীয় সেনারাও। বৈঠকের আগে একটি পজিটিভ বার্তা দিতেই দু’পক্ষই এই সিদ্ধান্ত নিয়েছে।

মে মাসের শুরুতেই হঠাৎই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনা তৎপরতা বেড়ে যায়। গালওয়ান উপত্যকায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে ভারত ও চিনের সেনা জওয়ানরা। এরপরই দু’দেশের সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করির সিদ্ধান্ত নিয়েছিল দু’দেশের সরকার। যার জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। তার মাঝে চিনের সেনাকে সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে ফেলেছিল চিনের রাষ্ট্রপতি। ভারতের পক্ষ থেকেও যোগ্য জবাব দেওয়ার কথা জানানো হয়েছিল।

এরপরে ট্রাম্প মধ্যস্থতা করতে চাইলেও দু-দেশ সেই বিষয়ে আগ্রহ দেখায়নি। কিন্তু এরমধ্যে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে কিছুটা নরম অবস্থান দেখায় চিনা সেনা। তারপরই সেনা আধিকারিক পর্যায়ে বৈঠকের জন্য প্রস্তাব দেয় নয়া-দিল্লি।

শনিবার সীমান্তে চুশুল মালদোতে এই বৈঠক হবে। ভারতীয় সেনার তরফের নেতৃত্ব দেবেন কমান্ডার লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *