চারশো পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বনগাঁর চেয়ারম্যান

সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৩১ মার্চ: ৯২, ৯২ এ বাস ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার চারশো শ্রমিকদের হাতে চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য। লকডাউনের জেরে বনগাঁর সমস্ত রুটের বাস বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাসের সমস্ত শ্রমিক যারা দিনমজুরির কাজ করে, তারা আজ বেকার হয়ে পড়েছে। তাদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য নিজে হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তাদের হাতে।

শঙ্করবাবু বলেন, দীর্ঘদিন ধরে লকডাউনের ফলে বনগাঁ মহকুমার প্রায় চারশো শ্রমিক বাসে কাজ করেন। আজ তারা বেকার হয়ে পড়েছে। তারা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে। এদিন ৯২ ও ৯২এ বাস ইউনিয়নের পক্ষ থেকে চাল, ডাল, আলু ও তেল সহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

অন্যদিকে বনগাঁ মহাকুমা অসংগঠিত শ্রমিক ইউনিয়নের সম্পাদক নারায়ণ ঘোষের উদ্যোগে ৯৬সি বাস শ্রমিকদের জমানো অর্থ প্রদান করা হয়। ৮০ জন শ্রমিককে প্রায় ৫ লক্ষ টাকা তুলে দেয় নারায়ণবাবু।

নারায়ণ ঘোষ বলেন, প্রতি বছর পুজোর সময় শ্রমিকদের জমানো টাকা তাদের হাতে তুলে দিই, কিন্তু এখন লকডাউন চলছে। শ্রমিকরা সমস্যায় রয়েছে সেই কারণে শ্রমিকদের হাতে টাকা তুলে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *