বোলপুরে রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন তৃণমূলের পুর প্রধান সহ নেতৃত্ব

আমাদের ভারত, ৩০ মার্চ:
বৃহস্পতিবার সকাল ১০ টায় বোলপুর রেল ময়দান থেকে রামনবমীর বিশাল শোভাযাত্রা বের হয়। প্রায় গোটা শহর ঘুরে এই বিরাট শোভা যাত্রা শেষ হয় রেল ময়দানেই। এই শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ বঙ্গের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায়। তবে তাঁর সাথে এবার রাম নবমীর মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বোলপুরের তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারপার্সেন পর্না ঘোষ, উপ- পুরপ্রধান সহ তৃণমূলের একাধিক কাউন্সিলরকেও।

মিছিলের অন্যতম আয়োজক বিশ্ব হিন্দু পরিষদের নেতা সৌরশ মুখোপাধ্যায় বলেন, বিশ্ব হিন্দু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষে সব হিন্দু তথা সনাতনীদের আমরা এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। হিন্দু হিসেবেই এই মিছিলে সবাই যোগ দিয়েছেন।”

তার দাবি এই শোভাযাত্রায় ১০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন, যা এর আগে কখনো হয়নি। তাঁর মতে এভাবেই বাঙালি হিন্দুরা তাদের সঙ্গে জুড়ছেন, রাম নবমীর মতো সামাজিক অনুষ্ঠানে হিন্দুরা আজ নিজেদের শক্তি প্রদর্শন করলেন।

তিহার জেলে বন্দি অনুব্রত মন্ডল, আগামী ৪ মাস তাঁর ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এদিকে সামনে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে অনুব্রতকে ছেড়ে দিয়ে গেরুয়া বাহিনীর সাথে রামে কি আস্থা রাখলেন বোলপুরের তৃণমূলের নেতাকর্মীরাও? নাকি হিন্দু ভোট দখলে রাখতে বিজেপি কর্মীদের পাশাপাশি রামনবমীর শোভাযাত্রাতে পা মিলিয়েছেন তাঁরাও।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here