স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুন: তিন মাস ২দিন পর অবশেষে ভক্তদের জন্য খুলে গেল বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। তবে মন্দিরে প্রবেশ করতে হলে যথারীতি দর্শনার্থীদের মানতে হবে সামাজিক দূরত্ব। পরতে হবে মাস্ক। কোনও রকম জমায়েত করা যাবে না। স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি থার্মাল স্কিনিংও করা হয় ভক্তদের। মন্দিরের ভেতরে থাকা কলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত এবং পা ধোয়ার পর তবেই মন্দিরে প্রবেশ করতে পাচ্ছেন ভক্তরা। এরপর দূরত্ব বজায় রেখে একে একে সব বয়সের দর্শনার্থীরা তাদের প্রাণের দেবতা শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলেন। এছাড়াও সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট সংখক দর্শনার্থীরা ঢুকতে পারবেন মন্দিরে। ঢোকার এবং বেড়ানোর দুটি পথ আলাদা করা হয়েছে। তবে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন জমায়েত এড়াতে মন্দিরের ভেতরে নাম সংকীর্তন এবং পাঠ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এতদিন নিয়ম মেনে নিত্যপূজা হলেও দর্শনার্থীরা বিগ্রহ দর্শনে বঞ্চিত ছিলেন। এদিন শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির খোলায় আনন্দ অশ্রু দেখা গেল দর্শনার্থীদের চোখের কোণে।