কৃষি আইন প্রত্যাহার ও কৃষক আন্দোলনের সমর্থনে রায়গঞ্জে “চাক্কা জ্যাম” কর্মসূচি জেলা বামফন্টের সমস্ত কৃষক সংগঠনের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ ফেব্রুয়ারি: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলা কৃষক আন্দোলনকে দমন পীড়ন নীতির মাধ্যমে প্রতিহত করতে চাইছে এই অভিযোগে শনিবার দেশজুড়ে “চাক্কা জ্যাম” আন্দোলনে নামল বামপন্থী সমস্ত কৃষক সংগঠন। সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারে সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বারোদুয়ারি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল জেলা বামফন্টের সমস্ত কৃষক সংগঠন। রায়গঞ্জে এই চাক্কা জ্যাম আন্দোলনে নেতৃত্ব দেন সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক তথা জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল সহ জেলার বামপন্থী কৃষক সংগঠনের নেতৃত্ব।

উত্তর দিনাজপুর জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের প্রনয়ন করা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলা কৃষক আন্দোলনের সমর্থনে ও আন্দোলনকারী কৃষকদের উপর দমন পীড়ন নীতির প্রতিবাদ জানাতেই সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও চাক্কা জ্যাম আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here