চুরি যাওয়া মোবাইল ফোন গ্রাহকদের ফিরিয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট

আমাদের ভারত, হুগলী, ১৬ নভেম্বর: আবারও বড়সড় সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। চুরি এবং হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন আবারও গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট। শনিবার পুলিশ লাইনে এক সাংবাদিক সন্মেলনে ১২৫ জন গ্রাহকদের হাতে ফোন গুলি তুলে দেন কমিশনার হুমায়ুন কবীর। এইসব মোবাইলগুলি কমিশনারেট এলাকার বিভিন্ন থানা থেকে চুরি বা হারিয়ে যায়। একই সাথে সাইবার ক্রাইমের মাধ্যমে চুরি যাওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার হয় গত দেড় মাসে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আদালতে মামলাও শুরু করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here