চুরি যাওয়া সামগ্রী মালিককে ফিরিয়ে দিল চন্দননগর থানা

আমাদের ভারত, হুগলী, ১৬ নভেম্বর: চুরি যাওয়া সামগ্রী মালিককে ফিরিয়ে দিয়ে নজির সৃষ্টি করল চন্দননগর থানা। দুর্গা পুজোর আগে চন্দননগরের বাগবাজারের বাসিন্দা সোমনাথ ঘোষ সস্ত্রীক বেড়াতে গিয়েছিল মথুরা বৃন্দাবন। লক্ষ্মী পুজোর আগের দিন বাড়ি ফিরে তারা দেখে তালা ভেঙ্গে সোনা ও রুপোর গয়না, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। এরপর এই দম্পতি চন্দননগর থানায় চুরির অভিযোগ দায়ের করে।

পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। গোপন সুত্রে পুলিশ দুই চোরের হদিশ পেয়ে যায়। চন্দননগর উরদি বাজার থেকে চুরি যাওয়া গয়না ও টাকা পয়সা সহ গ্রেফতার হয় মহঃ সেলিম প মহঃ শাহিদ। আদালতের নির্দেশে চুরি যাওয়া সামগ্রী ফিরে পেলেন ঘোষ দম্পতি।যার মূল্য প্রায় দু লক্ষ টাকা।পুলিশের এই কাজের প্রশংসা করলেন সোমনাথ ঘোষ ও মাধবী ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here