পৌষের নতুন চালের পায়েস ও খিচুড়ি সহযোগে চণ্ডী মায়ের পুজো ও পৌষ পার্বণ মেলা কেশিয়াড়ির ওলদাতে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: পৌষের নতুন চালের পায়েস ও খিচুড়ি সহযোগে চণ্ডী মায়ের পুজো ও পৌষ পার্বণ মেলা আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির ওলদাতে। প্রায় কয়েক’শ বছরের প্রাচীন এই পৌষ পার্বণ মেলা প্রতি বছরের মতো এ বছরও আয়োজিত হল কেশিয়াড়িতে। সকালের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই একটি দিনই এই মেলা বসে। একদিবসীয় এই মেলায় ওলদা গ্রাম সহ কেশিয়াড়ির পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষের ভিড় জমান চোখে পড়ার মতো। বিশেষ আকর্ষণ সারি সারি উনুনে একসঙ্গে পৌষের নতুন চালের খিরের পায়েস ও খিচুড়ি ভোগ রান্না করে মাকে ভক্তি সহযোগে পুজো দেন ভক্তেরা। সারা বছর শনি ও মঙ্গলবার এই পুজো হলেও বিশেষত পৌষ মাসে নতুন চালের পায়েস এবং খিচুড়ি সহযোগে এই পূজার্চনা করা হয়। কয়েক হাজার ভক্তের ভিড় জমে এই স্থানে।

এলাকাবাসী কল্যাণী রাউত, রামচন্দ্র মহারাণার দাবি, “এখানকার মা জাগ্রত।এছাড়াও এই চন্ডি মা ওলদা জায়গার নাম অনুসারে ওলদা চণ্ডী নামে পরিচিত।” উল্লেখ্য, ওলদা চণ্ডী বলতে এখানে একটি বটবৃক্ষের নীচে মাটিতে রয়েছে এক অষ্টধাতুর মূর্তি।তার ওপরে কয়েকটি পাথর।যার ওপরে সিঁদুর দিয়ে ফুল বেলপাতা সহযোগে ভক্তি যোগে পূজার্চনা করেন এলাকাবাসী তথা ভক্তেরা।একদিনের এই পুজোতে প্রায় দুশো থেকে আড়াইশো হাঁড়ি পায়েস ও খিচুড়ি তৈরি হয়।কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই সংখ্যা আরও বেড়ে যায় বলে জানালেন পূজারি দুর্গাপদ মিশ্র। সবমিলিয়ে পৌষের নতুন চালের পায়েস ও খিচুড়ি সহযোগে ওলদা চন্ডি মায়ের পুজোর সঙ্গে পৌষ পার্বণ মেলা এক অনন্য মাত্রা জোগায় কেশিয়াড়ির এই ওলদা এলাকাতে। তবে এবছর করানো পরিস্থিতির জন্য অপেক্ষাকৃত সামান্য ভিড় কম দেখা গেছে। তবে রীতি মেনে পূজার্চনা চলছে ধুমধামের সঙ্গে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here