করোনা মুক্তির কামনায় চন্ডী পাঠ

আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন: করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে এবং বিশ্ববাসীর মঙ্গলকামনায় চন্ডী পাঠের আসর বসল মেদিনীপুরে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার শহরের সিপাহী বাজারের এক গৃহস্থের বাড়িতে এই চন্ডী পাঠের আসর বসে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫১ জন ব্রাহ্মণ চণ্ডীপাঠ করেন। প্রথমে মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয়। তারপর শুরু হয় ৫‍১ জন ব্রাহ্মণের সমবেত চন্ডী পাঠ।

সংগঠনের জেলা সম্পাদক শুভ্রকান্তি চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক থেকে রেহাই পেতে এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় এই চন্ডী পাঠের আয়োজন করা হয়েছে। মারণ ভাইরাস করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে প্রত্যেককে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শরীরের ইমিউনিটি পাওয়ার কিভাবে বৃদ্ধি পায় সেদিকে নজর রাখতে হবে। ৩ ঘন্টারও বেশি সময় ধরে হয় এই চন্ডীপাঠ। চন্ডী পাঠ শুনতে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here