নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ জুলাই : বিদ্যুতের মতোই এবার কলকাতায় মহার্ঘ হচ্ছে আলু। কলকাতায় খুচরো বাজারে আলুর কেজি ৩০ টাকা। খুচরো বাজারের ব্যাবসায়ীরা দাম বৃদ্ধি হওয়ার জন্য পাইকারি বাজারে দাম বৃদ্ধিকে দায়ি করছেন। আর পাইকারি বাজারে গিয়ে দেখা যাচ্ছে সেখানেও আলুর দাম বেশি। মাত্র ২ সপ্তাহ আগে কলকাতায় পাইকারি বাজারে একবস্তা ৮৫০ টাকা ছিল জ্যোতি আলু। এখন তা পাওয়া যাচ্ছে ১২৫০ টাকায়। হঠাৎ আলুর দাম বাড়ায় চিন্তায় মধ্যবিত্ত বাঙালি।
আলুর দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, অনেকটাই দাম বৃদ্ধি হয়েছে আলুর। রাজ্যের স্টোরগুলিতে আলু পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। পরিবহন খরচ ও লেবার খরচ বৃদ্ধি হওয়াকেই প্রাথমিক ভাবে দামবৃদ্ধির কারণ বলে মনে করছেন তিনি। তবে যাই হোক বিদ্যুতের বিল বেশি আসায় তা নিয়ে চিন্তায় রয়েছে কলকাতাবাসী। মিডিয়া প্রচারও তার দিকে। তারমধ্যে চুপি চুপি আলুর দাম এক ধাক্কায় ২৪ থেকে হয়েছে ৩০ টাকা। বাজারে ব্যাবসায়ীদের কাছে কান পাতলেই শোনা যাচ্ছে ” দাদা সবে শুরু।” বাকিটা সময়ে উত্তর পাবেন।