প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে ডেঙ্গুর মশা বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ জানুয়ারি: দলীয় কর্মী সভায় এসে সিএএ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে ডেঙ্গু মশা বললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার, পুরুলিয়ার রবীন্দ্র ভবনে আয়োজিত জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের পৌরসভা এলাকার কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সেখানে কর্মী সংগঠনের রূপরেখা বা পরামর্শ দেওয়ার থেকে বেশি করে বিজেপি ও প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য বেশি সময় দেন চন্দ্রিমা। তিনি সিএএ এবং এন আর সি’র তীব্র বিরোধীতা করে এই  ইস্যুতে কটাক্ষ করে বলেন, ‘নরেন্দ্র মোদির ম আর অমিত শাহর শা। মানে মশা। ডেঙ্গুর চোখ। ভয়ঙ্কর কিন্তু। এটা মনে রাখতে হবে। দুজনে মিলে হাতে হাত ধরে একেবারে যা কিছু করবে। এটা মেনে নেওয়া যাবে না।’ 

এদিন তিনি জোর গলায় সিএএ আইনে সম্পর্কে বলেন,‘শরণার্থী শব্দটি কোথাও এই আইনে নেই, চ্যালেঞ্জ করে আমি বলতে পারি।’ ওই সভায় বক্তব্য রাখেন রাজ্যের অন্য দুই মন্ত্রী শান্তিরাম মাহাতো ও সন্ধ্যারানি টুডু এবং জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *