ফের দলবদল, এবার অনুব্রতর গড় বীরভূমে

আশিস মণ্ডল, বীরভূম, ১৮ ডিসেম্বর: ফের দলত্যাগ। এবার দল ছাড়লেন তৃণমূলের সিউড়ি ১ নম্বর ব্লকের কার্যকারী সভাপতি করম হোসেন খান। তিনি আবার সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষও। তবে ওই পদ তিনি এখনই ছাড়ছেন না বলে জানাগিয়েছে।

রাজ্য জুড়েই চলছে পদত্যাগের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা থেকে এবার বাদ গেল না অনুব্রতর গড় বীরভূম। শুক্রবার দলীয় পদ থেকে তার পদত্যাগের চিঠি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং দুই সহসভাপতি অভিজিৎ সিনহা ও মলয় মুখোপাধ্যায়কে পাঠিয়ে দিয়েছেন। নিজেকে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে ফোনে করম খান বলেন, তিনি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধক্ষ্য। কিন্তু দলের জেলা সভাপতির নির্দেশে সমিতিতে যেতে পারেন না। দলে দম বন্ধ হয়ে আসছিল। তাই দল থেকে পদত্যাগ করলাম। শনিবার মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভায় অংশগ্রহণ করব। তবে এখনই তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর পদ থেকে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন। তবে করম হোসেন খান যে বিজেপিতে যোগ দিতে চলেছেন তার আভাস পাওয়া গিয়েছিল মাস তিনেক আগেই। কারণ নলহাটি ১ নম্বর ব্লকের নবহিমাইতপুর গ্রামে অনুকূল আশ্রমে মুকুল রায়ের সঙ্গে তাকে সর্বক্ষণ দেখা গিয়েছিল।

তৃণমূলের জেলা সহসভাপতি অভিজিৎ সিনহা বলেন, “উনি দির্ঘদিন ধরে দলের কোনও কর্মসূচিতে থাকতেন না। তবে দলত্যাগ পত্র এখনও পাইনি। পদত্যাগ পত্র পেলে দলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here