পাল্টালো তথ্যপ্রযুক্তি আইন! সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারিতে নয়া পদক্ষেপ মোদী সরকারের

আমাদের ভারত, ২৯ অক্টোবর: টুইটার কিংবা ফেসবুক থেকে কেনো পোস্ট সরিয়ে দেওয়া হল? এবার থেকে এই অভিযোগে নিষ্পত্তি হবে মাত্র তিন থেকে পনেরো দিনের মধ্যে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর জন্য ও নজরদারি চালাতে একটি নির্দিষ্ট কমিটি গড়তে চলেছে কেন্দ্র। তথ্য প্রযুক্তি আইনে সংশোধন এনেছে মোদী সরকার।

১৮-৮০ প্রায় সব বয়সের মানুষই এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তার সঙ্গে টুইটার ইনস্টাগ্রামও ব্যবহার করেন বহুজন। সারাদিনে নানা ধরনের পোস্ট করতে থাকেন সকলে। কিন্তু এই পোস্ট ঘিরে অনেক সময় বিপত্তিও ঘটে। এমনকি কখনো কখনো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু বক্তব্য ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ে যা জন মানষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়।

ফেসবুক টুইটারের মতো সংস্থার সঙ্গে এমনই একাধিক বিষয়ে বার বার নানা তর্ক-বিতর্কে জড়িয়েছে কেন্দ্র। সমস্যায় পড়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অবশেষে তার সমাধান করতে সংশোধন করা হল তথ্যপ্রযুক্তি আইন।

সংশোধিত আইনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অভিযোগ শোনার জন্য কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে থাকবেন তিনজন সদস্য। আধিকারিক ছাড়াও থাকবেন আরও দুজন। সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো পোস্ট মুছে দেওয়া হয় সে ক্ষেত্রে এই কমিটির কাছে অভিযোগ জানানো যাবে। ২৪ ঘন্টার মধ্যে শুধু অভিযোগ শোনাই নয়, ৩ থেকে ১৫ দিনের মধ্যে সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *