দক্ষিণ দিনাজপুরে মহিলা তৃণমূলে রদবদল, মাহমুদা বেগমকে সরিয়ে দায়িত্বে আনা হল মিঠু জোয়ারদারকে

আমাদের ভারত, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারি: পুরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন ঢেলে সাজানোর লক্ষ্যে বদলে ফেলা হল জেলা তৃণমূলের মহিলা সভাপতি। মঙ্গলবার বালুরঘাটের একটি বেসরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মহিলা কর্মী সম্মেলনে নতুন সভাপতির দায়িত্বে আনা হয়েছে কুশমন্ডির মিঠু জোয়ারদারকে। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সম্মেলনের মাধ্যমে বিদায়ী সভাপতি মাহামুদা বেগমকে রাজ্য সহ-সভাপতির পদে বসানো হয়েছে বলে দলীয় সুত্রের খবর। আগামী কয়েক দিনের মধ্যেই জেলায় পূর্ণাঙ্গ কমিটি গড়ে সংগঠন শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি। এদিনের এই সন্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, মন্ত্রী বাচ্চু হাঁসদা সহ অনান্য জেলা নেতৃত্বরা।

সভাপতি বদলকে ঘিরে কিছুটা ক্ষোভ উগড়েছেন প্রাক্তন সভাপতি তথা কুমারগঞ্জের প্রাক্তন বিধায়িকা। তাকে অন্ধকারে রেখেই এই কাজ করা হয়েছে বলেও দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন প্রাক্তন সভাপতি মাহমুদা বেগম। এদিনের এই কর্মী সম্মেলনকে ঘিরে সভাস্থলে প্রথম থেকেই এক চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। সভামঞ্চে রাজ্য নেত্রী বক্তব্য রাখতে উঠতেই সভাস্থল ছাড়ার হুড়োহুড়ি লেগে যায় মহিলাদের মধ্যে। নেত্রীর কথা না শুনে মিষ্টির প্যাকেট সংগ্রহ করার ঘটনাকে ঘিরেও সৃষ্টি হয় তুমুল বিশৃঙ্খলা।

প্রাক্তন সভাপতি মাহমুদা বেগম জানিয়েছেন, তাকে সরিয়ে মিঠু জোয়াদারকে করা হয়েছে জেলা সভাপতি। তার সাথে কোনরুপ আলোচনা না করেই এমনটা করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূলের সভাপতি মিঠু জোয়ারদার জানিয়েছেন, সকলকে এক সঙ্গে নিয়ে কাজ করবেন। তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে জেলা থেকে ব্লক ও পঞ্চায়েত স্তরে সংগঠন আরও মজবুত করা হবে।

রাজ্য মহিলা তৃণমূলের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে, দলের স্বার্থে সকলকে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *