
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর: এবার ঝাড়গ্রামের কুমুদ কুমারি স্কুল মাঠে জঙ্গলমহল উৎসব হবে না বলে জানিয়ে দিলেন জেলাশাসক আয়েশা রানি। উৎসবের জন্য ইতিমধ্যে অন্য মাঠ দেখা শুরু করেছে জেলা প্রশাসন। ফলে কোথায় উৎসব হবে তা এখনো নিশ্চিত হয়নি। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শনিবার মহাকুমা শাসক সুবর্ণ রায় জেলা শাসকের নির্দেশ পাওয়ার পরই জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঝাড়গ্রাম শহরের পুর এলাকার তিনটি মাঠ ঘুরে দেখেছেন। মাঠ গুলি হল আইটিআই মাঠ, ননীবালা বালিকা বিদ্যালয়ের মাঠ এবং পৌর ময়দান।
প্রশাসনের একটি সূত্রে থেকে জানাগেছে, এবার ঝাড়গ্রাম কুমুদ কুমারি ইনস্টিটিউশন মাঠটি নতুন রূপে সংস্কার করা হচ্ছে। সুন্দর এই মাঠটিকে সুরক্ষিত রাখতে এবার জঙ্গলমহল উৎসব ওখানে না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
উৎসব কমিটির একটি অংশ জানাচ্ছেন, কুমুদ কুমারি স্কুলের মাঠটি শহরের মূল রাস্তার পাশে হওয়ায় উৎসবে যে হাট বসতো তাতে শিল্পীদের জিনিস গুলি বেশি বিক্রি হত। লাভবান হতেন শিল্পীরা। এবার মেলার স্থান পরিবর্তন হওয়ায় হস্তশিল্প সামগ্রী কতটা বিক্রি হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।