নদীয়া জেলায় করোনায় আক্রান্ত হলেন চাপড়ার বিধায়ক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৯ আগস্ট:
নদীয়া জেলায় কোভিডের বিরুদ্ধে লড়াই করে চিকিৎসক পুলিশকর্মী নার্সরা একের পর এক আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্ত হলেন বিধায়ক রুকবানু রহমান।

নদীয়া জেলায় এই প্রথম এক বিধায়ক করোনা আক্রান্ত হলেন। চাপড়া কেন্দ্রের বিধায়ক রুকবানু রহমান আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছেন। বিধায়কের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে পেটে ব্যথা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানে তার শারীরিক পরীক্ষার পর তাঁর গলব্লাডার স্টোন ধরা পড়ে। এরপর অপারেশনের জন্য ৬ তারিখে তার কোভিড টেস্ট করা হয়। ৭ তারিখে তাঁর দেহে কোভিড পজিটিভের সন্ধান মেলে।

এখন তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। প্রসঙ্গত লকডাউনের সময় করোনা মহামারীর আবহে গরিব দুঃস্থদের মধ্যে তিনি খাবার তুলে দিয়েছেন। চাপড়া বাসি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *