রাজনৈতিক কারণেই ছত্রধর মাহাতো মুক্ত হয়েছেন, দাবি মুকুল রায়ের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি:
ছাত্রধর মাহাতোকে রাজনৈতিক কারণেই মুক্ত করা হয়েছে বলে দাবি করলেন মুকুল রায়। তিনি বলেন, ছত্রধর মাহাতো এতদিন কেন জেলে ছিল? তার কারণ রাজ্য সরকারকে বলতে হবে। ছাত্রধর মাহাতো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলন করেছিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সঙ্গীকে পুলিশ কোন অভিযোগে জেলে পুড়লেন। এদিন এই বিষয়ে এক ভিডিও বার্তায় প্রশ্ন তুললেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য।

তিনি আরও বলেন, ছত্রধর মাহাতোর জেলে যাবার বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সবকিছু খোলাসা করে বলতে হবে। এরপরেই মুকুল রায় অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই ছত্রধর মাহাতোকে জেলে বন্দি থাকতে হয়েছে। আর এখন রাজনৈতিক কারণেই ছত্রধর মাহাতোকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। তবে ছত্রধর মহাতোকে মুক্তি দিয়ে তৃণমূলের কোনও লাভ হবে না বলে মনে করেন মুকুল রায়। তিনি বলেন, জঙ্গল মহলের মানুষ তৃণমূলকে চিনে ফেলেছে। আর ছত্রধর মাহাতোও নিজে এতদিন বন্দি ছিল। রাজ্য সরকারের ব্যবহার তার সককিছু মনে আছে বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here