অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর: ঝাড়গ্ৰাম শহরের বাছুরডোবায় এনভিএফ কর্মীর গুলিতে মৃত্যু হয়েছিল রাধানগরের বাসিন্দা শেখ তাকবির আলির। মৃতের পরিবারের সঙ্গে আজ দেখা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। সঙ্গে যান টিএমসিপির জেলা সভাপতি আর্য ঘোষ। মৃতের পরিবারের সাথে দেখা করে ছত্রধর মাহাতো ওদের আশ্বাস দেন অভিযুক্তরা অবিলম্বে শাস্তি পাবে। ছত্রধর মাহাতো বলেন, মৃত তকবির আলি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল এবং এই গুলি চালানোর পেছনে বিজেপির হাত রয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ প্রধান বিজেপির গুন্ডা বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে গতকাল রাতে ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ। আজ অভিযুক্তকে ঝাড়গ্ৰাম আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের জেলা হেফাজতে নির্দেশ দিয়েছেন।