জেল থেকে ছাড়া পেলেন ছত্রধর মাহাতো

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি: এগারো বছর পর জেল থেকে ছাড়া পেলেন লালগড় আন্দোলনের নেতা ছত্রধর মাহাতো। কলকাতার প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে শনিবার তিনি ছাড়া পান। ২৬. ০৯. ০৯ তারিখ অষ্টমীর দিন লালগড় থেকে গ্রেপ্তার হন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত। ইউএপিএ সহ মোট ২৮টি মামলায় এরাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ ১১ বছর সাজা ভোগের পর সব কটি মামলাতেই জামিন পান তিনি। এছাড়াও ঝাড়খন্ডে একটি রাষ্ট্রদ্রোহিতার মামলাও ছিল তার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দিন ঝাড়খন্ডের মামলাটিতে জামিন পাওয়ার পর অাজ প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে মুক্তি পান ছত্রধর মাহাতো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here