ছত্রধরকে রাজ্য কমিটির সদস্য করায় জঙ্গল মহলে গুঞ্জন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ জুলাই: ছত্রধর মাহাতোকে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য করায় জঙ্গলমহলের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সিপিএম ও বিজেপির পক্ষ থেকে তৃণমূলের মাওবাদী যোগ স্পষ্ট হল বলে মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য তৃণমূল কংগ্রেস ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটির সদস্য মনোনীত করেছে। গত ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেয়ে ছত্রধর বাবু বাড়ি আসার পর তৃণমূলে যোগ দানের গুঞ্জন শুরু হয়। কিছুদিন তিনি তৃণমূলের সঙ্গে ধরি মাছ না ছুঁই পানি আচরণ করেন বড় কিছু পদের জন্য। কিছুদিন আগে তিনি তৃণমূলের এক কর্মী সভায় সস্ত্রীক যোগ দিয়েছিলেন। সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি দলের হয়ে সরাসরি কাজ করছেন? তখন তিনি বলেছিলেন দলে কাজ করতে গেলে পদের প্রয়োজন হয়। ছত্রধর মাহাতোর সেই বক্তব্য কালীঘাটে পৌঁছায় পার্থ  চট্টোপাধ্যায়ের হাত ধরে। বৃহস্পতিবার সেইমতো ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটির সদস্য করা হয়।

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপথি কটাক্ষ করে বলেন, মাওবাদী কার্যকলাপের কারণে ছত্রধর মাহাতোর যাবজ্জীবন জেল হয়। তিনি তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন  এবং মমতা বন্দ্যোপাধ্যায়  ছত্রধর মাহাতোদের নিয়েই  ক্ষমতায় এসেছিলেন। তখন তৃণমূল মাওবাদী জোট ছিল এখন তা প্রমাণ হয়ে গেল। ছত্রধর মাহাতো জানিয়েছেন, তিনি প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে ছিলেন। মাঝখানে জনতার দাবি নিয়ে গণ আন্দোলনে যুক্ত হই। গণআন্দোলনের পরেই তৃণমূল ক্ষমতায় এসেছে। ইচ্ছা ছিল তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের যে গৌরব নষ্ট হয়েছে তা উদ্ধার করার। আমাকে জঙ্গলমহলের মানুষ পেলে এগারো সালের মতই আবার সংগঠন মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *