রাজারহাটে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম কোয়ারেন্টাইন সেন্টার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৪ মার্চ: মুখে যতই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা হোক না কেন, করোনা আতঙ্ক যে ধীরে ধীরে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবার মন গ্রাস করছে, শনিবার যেন তাঁরই প্রমাণ মিলল। এনআরসি এবং তার জন্য ডিটেনশন ক্যাম্পের গল্প যেন কয়েক যোজন অতীত। করোনা ভাইরাস থেকে বাঁচতে রাজ্যে প্রথম কোয়ারেন্টাইন সেন্টার করল রাজ্য সরকার। রাজারহাটে হচ্ছে এই কোয়ারেন্টাইন। শনিবার একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘জেলায় জেলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া রাজারহাটে দুটো আইসোলেশন ওয়ার্ড রেডি আছে। একটা নতুন ক্যানসার হাসপাতাল তৈরি হয়েছে। সেটাকেই আমরা আপাতত আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করব। আর একটা বাড়ি আছে একেবারে রাজারহাটের শেষ প্রান্তে। এই দুটো জায়গা আমরা আপাতত ঠিক করেছি।’

জানা গিয়েছে, রাজারহাটে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসেই এই কোয়ারেন্টাইন হচ্ছে। এই হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত নয় তলা বিল্ডিং এবং ৩০০ বেডের ওই হাসপাতাল আপাতত রাজ্য সরকার নিয়ে নিচ্ছে কিছুদিনের জন্য। সেখানেই করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র তৈরী করা হবে কয়েকদিনের মধ্যেই।

আপাতত সেখানেই কোয়ারেন্টাইন এর কাজ চলবে। আপৎকালীন পরিস্থিতির কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীন চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট-এর এই ক্যাম্পাস আপাতত নিচ্ছে রাজ্য। জীবানু সন্ত্রাসের এই আতঙ্ক পরিস্থিতি মিটে গেলে তা আবার ফিরিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই বিভাগের হাতে, স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *