
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ ফেব্রুয়ারি: বাঁকুড়া জেলার প্রশাসনিক জনসভা থেকে ঝাড়গ্রামের দুটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়াতে আয়োজিত প্রশাসনিক সভা থেকে তিনি ঝাড়গ্রামের নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই দুটি জরুরী পরিষেবার শুভ উদ্বোধন করেন।
এতদিনে পরিষেবা শুধু ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ছিল এবার এই পরিষেবা গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ১০ বেডের। গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য ৫৫ কোটি টাকা খরচ হয়েছে ও নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জন্য ৮০ কোটি টাকা খরচ হয়েছে। মোট ১৩৫ কোটি টাকা খরচ করে জেলায় তৈরি হল দুটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই পরিষেবা শুরু হওয়ায় খুশি ওড়িষ্যা ও ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া গোপীবল্লভপুর ও নয়গ্রামের সাধারণ মানুষের। কারণ আর ৪০ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে সন্তানকে নিয়ে মাকে আর যেতে হবে না “সিসিইউ” পরিষেবার জন্য।
অন্যদিকে নয়াগ্রাম থেকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।আবার মেদিনীপুর মেডিকেল কলেজে ৬৫ কিলোমিটার যেতে হতো। ফলে এত কিলোমিটার রাস্তা যেতে সমস্যায় পড়তেন এলাকার মানুষ। আজ এই “সিসিইউ “পরিষেবা শুরু হওয়ার পর থেকেই গোপীবল্লভপুরের সাধারণ মানুষ ও নয়াগ্রামের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ও ধন্যবাদ জানিয়েছেন।