শিক্ষা প্রতিষ্ঠানগুলির অপসংস্কৃতি বন্ধ করতে মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশাবাদী দিলীপ ঘোষ

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ: রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলির অপসংস্কৃতি রোখার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন এবং  তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে বসন্ত উৎসবে যোগ দিয়ে  তিনি বলেন, সামান্য কিছু মানুষ রাজ্যের সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন তাদের এই অপসংস্কৃতিকে রুখতে আরো বেশি ব্যবস্থা নেওয়া উচিত।
দিলীপ বাবু বলেন, যেখানে পাকিস্তানের স্লোগান চলছে এবং মহিলারা প্রকাশ্যে ড্রাগ নিচ্ছে সে ভিডিও আমরা দেখেছি, সেই ভিডিও সার্কুলেট হয়েছে। আমি সেই বিষয়ে কথা বলেছি। এর জন্য যারা আমার সমালোচনা করছেন আসলে তারা তাদেরকে সমর্থন করছেন। দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রকাশ্যে ড্রাগ নেওয়া প্রসঙ্গে ফের একথা বলেন দিলীপ ঘোষ।

বাংলার গর্ব মমতা কর্মসূচি পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার কেন বয়কট করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ওটা ওদের দলের ভেতরের গন্ডগোল, কামড়াকামড়ি। এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাই না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here