মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন: ভারতী ঘোষ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জানুয়ারি: এনআরসি নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বলে জানালেন বিজেপি নেত্রী ও প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। বৃহস্পতিবার বিকেলে কেশপুরের এক সভা থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধান রক্ষার শপথ গ্রহণ করে কিভাবে জনগণের ভোটে জয়ী হওয়ার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে মিথ্যে কথা বলতে পারেন। যে বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন সেই বিল কিভাবে সারাদেশে লাগু করা হবে তা বিলক্ষণ জানে যারা দেশ চালাচ্ছেন। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি লাগবে না। উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাচ্ছেন। এখন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের ভুল বুঝতে পারছেন।

কেশপুরের সভায় ভারতী ঘোষ বলেন, কেশপুরে বিজেপি নেতা কর্মীদের পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাদের তৃণমূলের দলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। এত সব করেও শেষ রক্ষে হবে না। এদিনের সভায় ভালো সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here