সংবিধান রয়েছে বলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন: মমতা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ নভেম্বর :
আজও দেশটা শেষ হয়ে যায়নি। সংবিধান আছে বলেই একটা সরকার ইস্তফা নিতে বাধ্য হয়েছে। মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ নিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, যারা সংবিধান তৈরি করেছিলেন তাদের চিন্তা ধারাকে কুর্নিশ জানাই আমি। তাদের চিন্তাধারা ভারতবর্ষকে ভারত হয়ে থাকতে সাহায্য করেছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে রক্ষা করেছে সংবিধান রচনা করে। তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই সংবিধান দেশকে পথ দেখিয়ে চলেছে। এই সংবিধান আগামীদিনের দিশা। এই দেশ বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলে। সংবিধান দিবসের শপথ এইটাই নেওয়া উচিত বলে মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ধর্ম বর্ণ সবাইকে নিয়ে সংবিধান আমাদের তৈরি হয়েছে। সবাই একসঙ্গে থাকবে ভারতে এটাই সংবিধান বলেছে।
এই সংবিধান ভারতের রক্ষাকবজ। এই সংবিধানকে অনেকেই মেনে নিতে পারছে না। তারা যে যার নিজের মত করে ব্যাখ্যা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাশ্মীর নিয়ে আলোচনা করতে চাই না। ফারুক আব্দুল্লাহ মত একজন সিনিয়র পলিটিশিয়ান কেন এতদিন ধরে জেলে থাকবে। কেন তিন মাস প্রাক্তন কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে ধরে রাখা হবে। কেন তার বাক স্বাধীনতা থাকবে না বলে নাম না করে সংবিধান দিবসে কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here