তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ মে:
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ মাসের সতেরো তারিখ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মাসের দশ তারিখ থেকে উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক বিষয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা করতে বিভিন্ন জেলায় সফর করার কথা জানিয়েছিলেন। কিন্তু অশনি ঝড়ের পূর্বাভাস থাকায় জেলা সফর বাতিল করা হয়। পরে নুতন করে আবার কর্মসূচি ঘোষণা করা হয়।

সেই অনুযায়ী, তিনি ১৭ মে থেকে তিন দিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফর করবেন। জেলা প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তার সফরের প্রথম দিন পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদ হলে প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন ১৮ মে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের নিয়ে মেদিনীপুর কলেজ মাঠে দলীয় পর্যালোচনা সভা সেরে বিকেলবেলা ঝাড়গ্রাম শহরে আসবেন  এবং প্রশাসনিক বৈঠক সারবেন। পরের দিন ১৯ মে দুপুরে জেলার সমস্ত পঞ্চায়েতের সদস্য ও বুথ সভাপতিদের নিয়ে শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে দলের সাংগঠনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে মেদিনীপুর ও ঝাড়গ্রাম শহরের হোটেল ও লজগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা থাকবেন। দুই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। গত দু তিন মাস জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদীদের নামে পোস্টার দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের কড়া হাতে তা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিছু বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দুই জেলায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সভাস্থল ও এলাকার  নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *