নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ফের নয়া লোগো মুখ্যমন্ত্রীর

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসির প্রতিবাদে আরও জোরদার আন্দোলনের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই তিন দিন ধরে এই আইনের প্রতিবাদে আগের মত রাজপথে ঝড় তুলেছেন তিনি। এবার একধাপ এগিয়ে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলালেন তৃণমূল নেত্রী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বদলেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার যাবতীয় গ্রুপের প্রোফাইল ছবিও।

বৃহস্পতিবারই নিজের ফেসবুক ও টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি বদলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরিয়ে দিয়েছেন নিজের ছবি। তার বদলে এসেছে ‘ইউনাইটেড ইন্ডিয়া-নাগরিক’ লেখা লোগো। নাগরিকত্ব আইন বা এনআরসি যে কোনওভাবেই মানবেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগেও প্রোফাইল ছবি বদলেছিলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের সময় কলকাতায় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন তিনি। প্রতিবাদে নিজের ছবির বদলে ফেসবুক, টুইটারে বিদ্যাসাগরের ছবি ব্যাবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাই বজায় রাখলেন এবারও। প্রসঙ্গত, গত তিন দিনের মিছিলে বিশেষ প্রতিবাদী ব্যাজও পড়তে দেখা যায় তৃণমূল নেত্রীকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here