আইলিগ জয়ের জন্য মোহনবাগানকে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, ১২ মার্চ: আইলিগ জয়ের জন্য শতাব্দী প্রাচীন গঙ্গাপারের মোহনবাগান ক্লাবকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের এক অনুষ্ঠানে এই সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকেই কথা জানানো হয়েছে মোহনবাগান ক্লাবকে। ঐদিন বেলা ১০টায় শুরু হবে রাজ্য সরকারের তত্বাবধানে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং লক্ষ্মীরতন শুক্লা।

প্রসঙ্গত, লিগের ম্যাচ বাকি থাকতেই পয়েন্টের পার্থক্যে মোহনবাগান ফের আইলিগ নিজেদের ঘরে তুলে ফেলেছে। তারজন্য মোহনবাগানরা এখনই আইলিগ জয়ের আনন্দে উচ্ছ্বাস শুরু করেছে। সমর্থক ও ক্লাবের এই জয়কে এবার স্বকৃতি দিল রাজ্য সরকার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here