প্রস্তুত উলুবেড়িয়া উড়ালপুল, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, হাওড়া, ৬ডিসেম্বর: অবশেষে উদ্বোধন হতে চলেছে উলুবেড়িয়া উড়ালপুল। সূত্রের খবর, আগামী সোমবার দুপুরে খড়্গপুরের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে উলুবেড়িয়া উড়ালপুলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৬নং জাতীয় সড়ক দিয়ে উলুবেরিয়া শহরে ঢোকার অন্যতম বাধা দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশনের পশ্চিম রেল কেবিন। আর যন্ত্রণা কাটাতে এই লেভেল ক্রসিংয়ের কাছে একটি উড়ালপুল তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেইমত ২০১৫ সালের অক্টোবর মাসে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ৫১২ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার চওড়া উলুবেড়িয়া উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়। উড়ালপুল নির্মাণের কাজ শুরু হওয়ার পর দ্রুততার সঙ্গে এগোলেও রেলের অংশে থাকা ৬২ মিটার অংশ জোড়া নিয়ে সমস্যা সৃষ্টি হয়। যদিও পরে সমস্যা কেটে গিয়ে গত জুলাই মাসে বাকি অংশটি জুড়ে দেওয়া হয়। এবং তারপরেই যুদ্ধকালীন তৎপরতায় উড়ালপুলটি নির্মাণের কাজ শেষ করা হয়।

এই প্রসঙ্গে বিধায়ক পুলক রায় বলেন, তিনি প্রয়াত সংসদ সুলতান আহমেদ ও প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফির উদ্যোগে এই উড়ালপুলটি নির্মাণের কাজ শুরু হয়। উড়ালপুলটি চালু হয়ে গেলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here