মালবাজারকাণ্ডে হতাহতের পরিবারকে সহায়তার আর্থিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ৬ অক্টোবর: মালবাজারকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে তিনি হতাহতের পরিবারকে সহায়তার আর্থিক ঘোষণাও করেছেন।

বৃহষ্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “দুর্গা বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে একটি মর্মান্তিক আকস্মিক বন্যা হয়েছে। ৮ জন প্রাণ হারিয়েছেন। আমি প্রার্থনা করি তাঁদের পরিবার এই কঠিন সময়ে যেন শক্তি এবং সান্ত্বনা পায়। ১৩ জন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন, আমি তাঁদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।

এনডিআরএফ এবং এসডিআরএফ-এর অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে। পুলিশ, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যুবকদের প্রচেষ্টায় প্রায় ৭০ জনকে রক্ষা করা হয়েছে। আমি তাঁদের নিঃস্বার্থ সেবার প্রশংসা করি। এখনও পর্যন্ত নিখোঁজদের খবর পাওয়া যায়নি। মৃতের নিকটাত্মীয়কে এককালীন টাকা ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

যে কোনোও সহায়তার জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করুন- ০৩৫৬১২৩০৭৮০ / ৯০৭৩৯৩৬৮১৫। আসুন আমরা এই দুঃসময়ে একসাথে দাঁড়াই।“

গতকাল রাতে বিসর্জন চলাকালীন হঠাৎ করে হরপা বান চলে আসে৷ সেই সময় নদীতে বিসর্জন দিতে আসা কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। বেশিরভাগই পুজো কমিটির সদস্য। আট থেকে আশি সকলে উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায় অনেককে। নদীর মাঝে অনেকে আটকে পড়েন। এখন পর্যন্ত ৮ জনের মৃত দেহ উদ্ধার হয়েছে। এনডিআরএফ, সিভিল ডিফেন্স সহ উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *