মমতার দশ লাখের বিমার ঘোষণা পুরটাই ভাওতা, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: মমতার দশ লাখের বিমার ঘোষণা ভাওতা বলে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বুধবার সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিমার ঘোষণা পুরটাই ভাওতা। কারণ বিমা করলে রাজ্য সরকারকে একটা প্রিমিয়াম জমা দিতে হয়। তাও একটা নির্দিষ্ট বিমা কোম্পানীকে। রাজ্য সরকার কোন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তা স্পষ্ট বলুক নবান্নে। রাজ্য সরকার কোনও বিমা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তার পরেই বিজেপির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, বিমার টাকার গল্প নিয়ে রাজ্য সরকার মিথ্যে কথা বলছেন। যেহেতু কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বিমা করিয়েছে তাই রাজ্য সরকারও বিমার কথা ঘোষণা করেছে বলে জানান দিলীপ ঘোষ।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এইসময়ে ভাইপো একেবারে নিখোঁজ। কেউ তার দর্শন পায়নি। তার লোকসভায় কল্পতরু চালু হলেও তা বন্ধ। কারণ কল্পতরু নিয়ে নিজেদের মধ্যে হানাহানি চলছে। ডায়মন্ডহারবারের সাংসদও মানুষকে খাওয়াবার কথা বলে ভাওতা দিয়েছেন। মানুষ দুইজনেরই ভাওতা ধরতে পারছেন। যার ফলে বিজেপির উপর রাগ তৃণমূলের আরও বাড়ছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *