ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, উপস্বাস্থ্য কেন্দ্রে তালা লাগালো উত্তেজিত জনতা

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ নভেম্বর: ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা তালা লাগালো উপস্বাস্থ্য কেন্দ্রে। নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত পন্ডিতপুরের ঘটনা।

গতকাল উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা ওই শিশুটিকে একটি ইনজেকশন দেয়। তারপর থেকেই তার অবস্থা খারাপ হয় বলে অভিযোগ। গতকাল রাতে শিশুটির মৃত্যু হয়। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। আর এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়েছে দেহ। ঘটনায় উত্তেজিত জনতা প্রথমে উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে সে তালা খুলে দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here