কুমারগঞ্জে পুলিশের উদাসীনতায় বেপরোয়া ট্রাক্টরের দৌরাত্মে মৃত্যু শিশু কন্যার, পুলিশকে ঘিরে ক্ষোভ বাসিন্দাদের

আমাদের ভারত, বালুরঘাট, ৩০ জানুয়ারি: পুলিশের উদাসীনতায় বেপরোয়া ট্রাক্টরের দৌরাত্ম কুমারগঞ্জে। বালি বোঝাই বেপরোয়া দ্রুত গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু কন্যার মৃত্যুর ঘটনায় উত্তেজনা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জের সমজিয়ার রসুলপুরের ঘটনা। ঘটনার দীর্ঘ আড়াই ঘন্টা পরেও দেখা মেলেনি পুলিশের। উত্তেজিত বাসিন্দাদের বিক্ষোভ এলাকায়। ক্ষোভ উগড়ান পুলিশের গাড়ি ঘিরেও।

স্থানীয় সূত্রের খবর, দাউদপুরের বাসিন্দা এদিন তাঁর মেয়েকে নিয়ে সাইকেল চালিয়ে ডাঙ্গারহাটে যাচ্ছিলেন। সেই সময় নম্বর প্লেটহীন একটি বালি বোঝাই বেপরোয়া ট্রাক্টর সাইকেলকে ধাক্কা মারলে ছিটকে ট্রাক্টরের নীচে পড়ে যায় শিশুকন্যাটি। সাথে সাথে মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত হন ওই ব্যক্তিও। স্থানীয়দের অভিযোগ, কুমারগঞ্জ থানার উদাসীনতায় বেপরোয়া ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। অল্প বয়সী ছেলেদের দিয়ে ট্রাক্টর চালানয় এমন দুর্ঘটনা ঘটছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here