সালিশি সভায় ধর্ষণের বিচার না পেয়ে শিশু কন্যার বাবা দ্বারস্থ প্রশাসনের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ ডিসেম্বর:
সাত দিন পরেও ধর্ষণকাণ্ডের বিচার না পেয়ে শেষমেষ শিশু কন্যার বাবা দ্বারস্থ হলেন প্রশাসনের। রায়গঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক দুলাল শেখের সাত বছরের কন্যাকে ধর্ষণ করে একই গ্রামের আইনুল হক নামে এক ব্যক্তি। গত ২ ডিসেম্বর প্রায় ৫০ বছর বয়সী আইনুল হক ওই শিশুটিকে বাড়ির বাইরে থেকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। এর পর তাকে ধর্ষণ করে।

শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানায় তার বাবা-মাকে। স্থানীয় গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ জানান পিতা। ঘটনার খবর পাওয়া মাত্র বিষয়টি নিয়ে বাইরে কোথাও জানানোর পরিবর্তে সালিশি সভার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন নেতারা। এই ঘটনা মিটিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার সমস্ত সাহায্য করবেন ওই মাতব্বররা। যদিও আশ্বাস অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা। এরপরই ক্ষিপ্ত হয়ে শিশুটির বাবা গতকাল দ্বারস্থ হন পুলিশের কাছে। তার পাশাপাশি শিশুটিকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান। যদিও সব কিছুর পরেও আইনি ব্যবস্থা না করে কেন সালিশি সভার নিদান দেওয়া হল তাই নিয়েই প্রশ্ন উঠেছে রায়গঞ্জে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি আমিনুল হকের আগেও অন্য একটি শিশুর সঙ্গে একই ধরনের কুকর্ম করেছিল। তারপরে গিয়েও তার কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here