
আমাদের ভারত, ১৭ মার্চ: কলকাতা ও চট্টগ্রামের মধ্যে বিমান চলাচল এবং বাংলাদেশে ভারতের ভিসা দেবার লক্ষ্যমাত্রা বাড়ানো হোক। এই দাবি উঠল কলকাতা সফররত বাংলাদেশের চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদিক প্রতিনিধি দলের।
শুক্রবার কলকাতায় তাঁরা একথা বলেন, কলকাতায় বিশিষ্ট বনিকসভা বেঙ্গল চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাসট্রিজের প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় বৈঠকে। এই বৈঠকের আয়োজন করে প্রেস ক্লাব কলকাতা।
বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের বৈষম্যের বিষয় উল্লেখ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মহম্মদ রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, চট্টগ্রাম এখন এই উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। চট্টগ্রামে নতুন গভীর সমুদ্র বন্দর এবং ব্যাণিজ্যিক মুক্তাঞ্চল গড়ে উঠছে। বাংলাদেশে চিনের ব্যাণিজিক প্রভাব বৃদ্ধি প্রতিহত করতে ভারতের ব্যাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশের অনুকূলে করা প্রয়োজন বলেও তাঁরা মত প্রাকাশ করেন। বৈঠকে দু’দেশের মধ্যে রুপি ট্রেড চালু করার বিষয়েও আলোচনা হয়।
বেঙ্গল চেম্বারের পক্ষে অতিরিক্ত মহানির্দেশক/ মহাপরিচালক অঙ্গনা গুহ রায় চৌধুরী এবং অধিকর্তা/ পরিচালক অর্ণব চক্রবর্তী অংশ নেন। প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর সভা পরিচালনা করেন। উপস্থিত ছিলেন সহ-সম্পাদক নিতাই মালাকার এবং কোষাধক্ষ অরিজিত দত্ত।