অনুষ্ঠান থেকে ফেরার পথে ছৌ দলের গাড়ি উল্টে মৃত্যু দুই জনের, আহত ১৫   

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ ফেব্রুয়ারি: অনুষ্ঠান থেকে ফেরার পথে ছৌ দলের গাড়ি উল্টে মৃত্যু হল দু’জনের। ঘটনায় গুরুতর আহত ১৫ জন। সোমবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার
পড়াডি গ্রামের কাছে।

সোমবার বান্দোয়ানে অনুষ্ঠান সেরে একটি স্পিড ভ্যানে কোটশিলায় বাড়ির উদ্দেশ্যে ফিরছিল ছৌ নৃত্য দলটি। শিল্পী কলাকুশলি মিলিয়ে গাড়িটিতে ৩৫ জন ছিলেন। রাত ১১টা নাগাদ তারা বান্দোয়ান থেকে কোটশিলার দিকে রওনা দেয়। রাত একটা নাগাদ পুরুলিয়া মফস্বল থানার পড়াডি গ্রামের কাছে রাস্তায় থাকা একটি গর্তে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চিৎকার আর্তনাদ শুনে গ্রামবাসি ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনার স্থলেই মারা যায় দুজন। বাকি আহতদের পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় শোক নেমে আসে কোটশিলায়।

 
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here